সোয়েব সাঈদ, রামু।
রামুতে হাতির আক্রমনে গৃহবধূ প্রাণ হারিয়েছেন। নিহত গোলবাহার (৪০) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মধ্যম খুনিয়াপালং ইউনিয়নের জমিরাকাটা গ্রামের জাফর আলমের স্ত্রী।
রবিবার ১০ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।
নিহত গোল বাহারের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির পার্শ্ববর্তী কালিগনইন্যা নামক এলাকায় বনাঞ্চলে কাঠ সংগ্রহ করতে যান গোলবাহার। এসময় বন্যহাতির হামলায় ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ বিষয়টি আমাদের রামু ডটকম কে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বনে কাঠ সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির হামলায় গৃহবধূ গোলবাহার প্রাণ হারান।