যা বলছি,এই বারেই শেষ:
যা বলছি,এই বারেই শেষ,
ভালোবাসার নেই কোন আর,রেশ।
তুমি থাকো,তোমার মতো করে;
আমায় ভুলে,অন্যের সংসারে।
সুখ পাখিরা খাঁচায় থাকুক বন্দী,
তোমায় পেতে আঁটবোনা কোন ফন্দি।
রাতজাগাময় সময়গুলো সব শেষ।
নিকোটিনের ধোয়া গিলে আছি, বেশ।
শখ করেও তোমায় আমি ভাবিনা,
কে তুমি? তোমায় তো এখন চিনিনা;
সব মেয়েদের প্রেমে পড়ি,যারা যারা সুন্দরী।
তোমার মতো অনেকেই আছে,ইচ্ছে করে যায় মরি!
কবি আমি,নইতো শুধু একজনার,
প্রেমের খাতায় নাম লিখবো বারে বার;
তোমার কারণে বুকের দহনে আর জ্বলবোনা।
যাকেই খুশি ডাকোনা তুমি;বাবু,জাদু,সোনা!
জানি,প্রেমের বাজার পুরনো হলেই মন্দা,
এখন বুঝি,তুমি একদিন করেছিলে ধান্ধা।
সব কথার শেষে শুধু বলতে চাই,
হাজার প্রেমিক জুটাও তুমি;তবু তোমার মুক্তি নাই!