শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ ৩ পাচারকারীকে আটক করেছেন। এ সময় তাদের বহনকারী সিএনজি গাড়িটি জব্দ করেন।
আটককৃতদের বুধবার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
উখিয়া থানার তদন্ত ওসি মোহাম্মদ কায় কিসলু ও উপ-পরিদর্শক মশিউরের নেতৃত্বে একদল পুলিশ মেরিন ড্রাইভ সড়ক এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি গাড়ি তল্লাশী চালিয়ে এদেরকে আটক করেন। আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হাতিরঘোনা গ্রামের মৃত সুলতান আহাম্মদের ছেলে মোঃ তৈয়ব আলী (৪৫), উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের লেঙ্গুর বিল গ্রামের মৃত বাচা মিয়া চৌধুরীর ছেলে ও হলদিয়াপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম (৩৭) ও পাগলির বিল এলাকার সুলতান আহাম্মদের ছেলে সিরাজুল হক (৩৮)।
এ সময় তাদের কাছ থেকে পুলিশ ৯শ ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০০৪) এর ১৯ (১) টেবিল ৯ (খ)/২৫ ধারার অপরাধে এ মামলা রুজু করা হয়।