হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কাঠ চাপায় নুরুল আমিন (৩৫) নামে এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। বুধবার ১৩ এপ্রিল দুপুরে একটি ট্রাকে কাঠ তুলতে গিয়ে কাঠ চাপায় ওই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুত্বর আহত হয়েছে। নিহত শ্রমিক নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার জামাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার দুপুর সাড়ে ১২ টায় বিছামারা এলাকার হোসেন সওদাগরের মালিকানাধীন ১৮৬/১৫ নম্বর কাঠের ডিপোতে ৮ থেকে ১০ জন শ্রমিক ট্রাকে কাঠ ভর্তি করছিল। এ সময় কয়েকটি বড় বড় কাঠের টুকরা শ্রমিক নুরুল আমিনের উপর এসে পড়লে সে গুরুত্বর আহত হয়ে পড়ে।
পরে, উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাগর দেব তপু শ্রমিক আমিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অপর শ্রমিক আবু ছৈয়দকে (৩০) কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে ঠান্ডাঝিরি এলাকার নুরুল কবির এর ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের আমাদের রামু ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।