হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
কক্সবাজারের রামুর দুর্গম ঈদগড় ইউনিয়নে স্বাস্থ্য সচেতনতায় পিএইচডির উদ্যোগে গর্ভবতী মায়েদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো। সম্প্রতি ইউনিয়নের ছাগিরাকাটা কমিউনিটি ক্লিনিকে আয়োজিত ওই সমাবেশে প্রধান আলোচক ছিলেন পিএইচডির ইউসি নুরুল কবির।
বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মুফিজ আহমদ ও পিএইচডির এ.এইচ.আই তাহের বেলাল।
ইউএফ মহিবুল্লাহ চৌধুরী জিল্লুর পরিচালনায় এসময় সি.এইচ.সিপি রেজাউল কবির, গৌর সেবক, গোল নেওয়াজ বেবি, নাজমা খাতুন, কামরুল নাহার সাকী, কামরুল হাসান খাঁন, আলমগির কবির, শামীমা আকতার, রোমেনা আক্তার, শাহেনা আক্তার, কুলসুমা বেগমসহ সংবাদকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন বেলাল উদ্দিন।
এ সমাবেশে শতাধিক গর্ভবতী মাকে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষা ও চেকআপ করা হয়।