শহিদুল ইসলাম, উখিয়া।
বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার সেক্টরের উদ্যোগে পহেলা নববর্ষ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়।
উক্ত বৈশাখী মেলার শুভ উদ্ভোধন করেন, কক্সবাজারস্থ ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার। এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সেক্টরের অপারেশন অফিসার মেজর মোঃ আমিনুল ইসলাম সহ বিজিবির অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি তাদের পরিবারের লোকজন।
উক্ত বৈশাখী মেলায় বিভিন্ন জায়গা থেকে আগত দোকানীগণ হরেক রকমের মালামাল নিয়ে দোকানের পশরা নিয়ে বসেন। মেলায় বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় পরিলক্ষিত হয়।
মেলার প্রধান আকর্ষণ ছিল নাগরদোলা থেকে শুরু করে বানর নাচ, পুতুল খেলা, সাপের খেলা, ম্যাজিক শো, পান্তা পানির আয়োজনসহ হরেক রকমের ষ্টলের আয়োজন করা হয়।
কক্সবাজার সেক্টর অফিসের অপারেশন অফিসার মেজর মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।