শহিদুল ইসলাম, উখিয়া।
নানান আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের উখিয়ায় পালিত হয়েছে পহেলা বৈশাখ। এ উপলক্ষ্যে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ১৪ এপ্রিল সকালে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন সংলগ্ন এলাকায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভাতের আয়োজন করা হয়।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানার ওসি হাবিবুর রহমান, উখিয়া রিসোর্স সেন্টারের ইন্সেট্রেক্টর অশোক কুমার আচার্য্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার আহাম্মদ, সমাজ সেবা কর্মকর্তা হাফিজ উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফা তালুকদার, সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আবদুল করিম, উখিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, পাতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম কামাল উদ্দিন, খয়রাতি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।