নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া।
পিতার কাধেঁর গাছ পড়ে এক শিশু কন্যা নিহত হয়েছে। শুক্রবার ১৫ এপ্রিল সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব আলী আকবর ডেইল জেলে পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টায় পূর্ব আলী আকবর ডেইল জেলে পাড়ার ধুব দাস নৌকায় ব্যবহৃত গাছ কাধেঁ করে নামাচ্ছিলেন। এ সময় তার শিশু কন্যা নীলা (৭) পাশে দাঁড়ানো ছিল। হঠাৎ কাঁধ থেকে একটি ভারী গাছ নামাতে গিয়ে নীলার উপর পড়ে যায়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগে কর্মরত ডা. মো. শাহ ইমরান চৌধুরী শিশুটি মৃত বলে জানান।
শিশুটি স্থানীয় বর্নমালা কেজি স্কুলের ছাত্রী ছিল বলে জানা গেছে।