হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তমব্রু সীমান্তবর্তী এলাকা থেকে মিয়ানমারের ১৬ নাগরিককে আটক করে ফেরত পাঠিয়েছে বিজিবি।
শনিবার ১৬ এপ্রিল সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ঘুমধুম ও তমব্রু সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময় তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবির টহল দলের সদস্যরা তমব্রু পশ্চিমকূল ও বেতবুনিয়া বাজার এলাকায় বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করার সময় তাদের আটক করে। পরে বেলা ৩টার দিকে ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।
গত ১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মিয়ানমারের ২৩৭ নাগরিককে অনুপ্রবেশের দায়ে আটকের পর ফেরত পাঠানো হয়েছে।