শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজারের উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বন বিটের সদস্যরা অভিযান চালিয়ে ৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। থাইংখালী বিট কর্মকর্তা মোঃ আবদুল মন্নানের নেতৃত্বে একদল বনকর্মী শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জামতলী, বাঘঘোনা ও মোছারখোলা এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা ৩টি স্থাপনা উচ্ছেদ করেছেন। পর্যায়ক্রমে বাকী গুলো উচ্ছেদ করা হবে বলে বিট কর্মকর্তা জানিয়েছেন।