
শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ইনানী পাটুয়ার টেক এলাকায় দুর্বৃত্ত কর্তৃক একটি গর্ভবতী গাভীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উখিয়া থানায় ২ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী পাটুয়ার টেক এলাকার নুর আহাম্মদের ছেলে মোঃ ইউনুছ। গত ১৫ এপ্রিল শূক্রবার সকাল ৭ টার দিকে পাশ্ববর্তী জনৈক আয়ুবের শীম ক্ষেতে ঢুকে যায়। শীম ক্ষেতের আংশিক ক্ষতি সাধন করে। এ ঘটনার জের ধরে মোঃ আয়ুবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত কর্তৃক বেদড়ক মারধর করার ফলে গর্ভবতী গাভিটির মর্মান্তিক মৃত্যু হয়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে অর্ধ লক্ষাধিক টাকা।
এই ঘটনার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্থ মোঃ ইউনুছ ২ জনকে আসামী করে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
উখিয়া থানার ওসি হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে মুটোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।