হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজারের রামুর নবগঠিত গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের অভিষেক ও মিলনমেলা-২০১৬ সম্পন্ন হয়েছে। রোববার ১৬ এপ্রিল রাতে গর্জনিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে কক্সবাজারের কন্ঠ শিল্পীদের অংশ গ্রহণে রাতভর চলে মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী সহ কয়েক‘শ লোক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া ও উপজেলা যুবলীগ নেতা নবিউল হক আরকান।
গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহমদের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ উপ-পরিদর্শক রফিকুল ইসলাম, গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাবিব উল্লাহ চৌধুরী, ফরিদ আহমদ চৌধুরী, আয়ুব সিকদার, রামু প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, রামু উপজেলা এসোসিয়েশনের আহবায়ক মোঃ নিজাম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক গোলাম মওলা, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন সাহেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহরান চৌধুরী মারুফ, সহ-সভাপতি আতিকুর রহমান, গর্জনিয়া উচ্চবিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিদ রায়হান প্রমূখ।