শহিদুল ইসলাম, উখিয়া।
উখিয়ার কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং পরিচালনা কমিটির অপরাপর সদস্যদের অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রবিবার বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য পদ থেকে অরবিন্দু বড়ুয়া নামের এক প্রভাবশালী সদস্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
পদত্যাগকারী অরবিন্দু বড়ুয়া উক্ত বিদ্যালয়ের দীর্ঘদিন যাবৎ পরিচালনা কমিটির সদস্য হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি বিদ্যালয়ের আঙ্গীনায় শোভাবর্ধনকারী অর্ধশত বছরের পুরনো ৩টি ইউক্যালিপটাস গাছ মাত্র সাড়ে ৩ হাজার টাকায় একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে বিক্রি করে দিয়েছেন প্রধান শিক্ষক/সভাপতি। যাহা বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর ৮এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ ঘটনাস্থল (বিদ্যালয় প্রাঙ্গন) পরিদর্শন কওে এর সত্যতা পান।
এরই প্রেক্ষিতে তিনি একজন সৎ ব্যক্তি হিসেবে স্ব-ইচ্ছায় পরিচালনা কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। উক্ত পদত্যাগপত্র তিনি নিজে উপজেলা শিক্ষা অফিসারের নিকট জমা দিয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।