প্রেস বিজ্ঞপ্তিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ অরাজনৈতিক ছাত্র সংগঠন চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের সাত সদস্য বিশিষ্ট
কার্যকরি কমিটি গঠিত হয়েছে। গত ১৫ এপ্রিল বিকেলে চট্টগ্রাম মহানগরের মেরিট বাংলাদেশ স্কুল অ্যা- কলেজের সেমিনার কক্ষে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় নাজিম উদ্দিনকে সভাপতি, রেজাউল করিমকে সাধারণ সম্পাদক ও মোন্তাজির আরমান জাদিদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে মো. মিরানুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. নুরুল আমিন খাঁন (সোহাগ), অর্থ সম্পাদক পদে আমান উল্লাহ আমান ও প্রচার সম্পাদক পদে ইয়াসির আরাফাত নির্বাচিত হন।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রছাত্রীদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম। প্রতিবছর নির্দিষ্ঠ সময়ে এ ফোরামের কমিটি ঘোষনা করা হয়। তারই ধারাবাহিকতায় এ ফোরামের সাত সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষিত হয়।
উক্ত নির্বাচনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম সাঈদুর রহমান মিন্টু, নির্বাচন কমিশনার শাহজাহান কবির, অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম ও মনসুর আলম এবং চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের সাবেক সভাপতি বশির উদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. মামুন-উর-রশিদ।