শাহারীয়ার ওয়াহেদ
গর্জনিয়া, রামু।
সোনালী কেশ ডাগর আঁখি
স্বপ্নমাখা ঠোঁট যেন গোলাপ,
স্মৃতি ভরা তোর প্রেমকাব্য
স্বপ্ন দেশে লুকিয়ে রাখ।
মিষ্টি হাসি, ঝিলিক চোখে
হেলেদুলে গন্ধ শুঁকে
রাত দুপুরে দস্যিপনা,
মাতাল হাওয়ায় ঝাঁপিয়ে বুকে
ভুল হলে তাই
দোষ দিও না।
–