নঈম আল ইস্পাহান, রামু।
বিয়ের আগে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলল,
:-জান,আমাদের বিয়েতে তোমার বাবা কী কী যৌতুক দিবে?
:কিছু দিবেনা।
:-কিছুই কী দিবেনা ? কিছু তো দিবে।
:মানে ? তুমি প্রেমের বিয়েতে যৌতুক চাইছো ?
:-তা,না।ইয়ে,মানে মেয়ের সুখের জন্য কিছু তো দিবে।
:বললাম তো কিছুই দিবেনা।সেই স্বপ্ন দেখা বাদ দাও।সব কিছু তোমাকেই কিনতে হবে।
:-আচ্ছা,ঘুমাবার জন্য অন্তত খাট টা তো দিবে তাইনা ?
:হুম,অবশ্যই খাট দিবে।আর যদি নাই বা দেয় আমি বাবার কাছ থেকে খোঁজে খোঁজে নিবো।
:-কিন্তু,একটু আগেই তো তুমি বললে কোন যৌতুক দিবেনা।তাহলে খাট কেন নিবে ?
:যাতে তুমি ঝগড়া দিলেই আমার খাট থেকে তোমাকে মেঝেতে নামিয়ে দিতে পারি।
এবং সারারাত,মেঝেতেই ঘুমোতে হবে তোমাকে।
:-তাহলে তোমার বাবাকে খাট ও দিতে হবেনা।সেটাও আমি কিনে নিবো!