টেকনাফ প্রতিনিধিঃ
নতুন কৌশলে ইয়াবা পাচার অব্যাহত রয়েছে। পাচারকারীরা যতই কৌশল পরিবর্তন করে পাচার কাজ চালিয়ে যাচ্ছে বিজিবির সদস্যরা পাচারকারীদের সব কৌশল দমন করে ইয়াবা আটক করে যাচ্ছে।
বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে ঔষধ বহনকারী পিকাপ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
২১ এপ্রিল সকালে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিওপির চেকপোস্টে কক্সবাজারগামী ঔষধ বহনকারী একটি পিকআপভ্যানে তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে। এই সময় তিন ব্যক্তিকে আটক করা হয়। ধৃত ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলা চৌদ্দগ্রামের মৃত সোলাইমানের পুত্র গাড়ী চালক নুরুল ইসলাম (২৮), উখিয়া উপজেলার রাজা পালং এলাকার জালাল উদ্দিনের পুত্র মো. মানিক মিয়া (২৬) ও আবুল হাসেমের পুত্র নুরুল আবছার (২৪)।
টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ এই সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে থানায় হস্তান্তর করেছে বিজিবি।