টেকনাফ প্রতিনিধিঃ
তফসিল ঘোষণার দুইদিনে টেকনাফ পৌরসভা নির্বাচনে ২ জন মেয়র, সংরক্ষিত আসনে ২জন, সাধারণ আসনে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে বর্তমান মেয়র হাজী মোহাম্মদ ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম।
২২ এপ্রিল শুক্রবার সকাল থেকে উপজেলা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। তবে তফসিল ঘোষণা হলেও এ পর্যন্ত নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচরণ বিধি কর্মকর্তাদের কাছে পৌঁছেনি। এতে বিপাকে পড়েছেন কর্মকর্তা। কেউ কেউ অনলাইন থেকে বিধিমালা ডাউনলোড করে কাজ সারছেন।
নির্বাচন কর্মকর্তারা বলছেন, আগামী দু-একদিনের মধ্যে মুদ্রণ শেষে নির্বাচনী ম্যানুয়েল সংশ্লিষ্ট হাতে পাওয়া যাবে। উল্লেখ্য, ২০ এপ্রিল ঘোষিত তফসিল মতে ২৮ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২ মে মনোনয়নপত্র বাছাই, ৯ মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৫ মে নির্বাচন অনুষ্টিত হবে।
টেকনাফসহ দেশের ৯ টি পৌরসভার তফসিল ঘোষনা করে। মনোনয়নপত্র বিতরণকালে প্রতি ওয়ার্ডের ভোটার তালিকার সিডি ক্রয় করে ৫০০ টাকা হারে জমা দিলে প্রার্থীরা বিনামূল্যে মনোনয়নপত্র পাচ্ছেন।