কুতুবদিয়া প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার কুতুবদিয়ায় আ‘লীগ নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে।শুক্রবার ২২ এপ্রিল উপজেলার আলী আকবর ডেইল চৌধুরী পাড়ায় জুমার নামাযের পর তুচ্ছ ঘটনার জেরে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রত্যদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাযের পর আলী আকবর ডেইল সড়কে চলমান সংস্কার কাজে অনিয়ম হচ্ছে- এমন দাবী করে স্থানীয় কতিপয় ব্যক্তি শ্রমিকদের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় চৌধুরী পাড়ার মৃত আব্দুল আলীম চৌধুরীর পুত্র উপজেলা আ‘লীগ কাউন্সিলার সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন চৌধুরী (৫৫) বাক-বিতন্ডা নিরসনে এগিয়ে যান। এ নিয়ে তার সাথে কথা কাটাকাটি-হাতাহাতির এক পর্যায়ে জয়নাল আবেদীন গুরতর অসুস্থ বোধ করায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
নিহতের বড়ছেলে খোরশেদ আলম রুবেল বলেন,স্থানীয় কয়েকজন ব্যক্তির সন্ত্রাসী হামলায় তার বাবা নিহত হয়েছেন বলে জানান। আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুচছাফা বলেন, জয়নাল আবেদীন দীর্ঘ দিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন। এ ঘটনায় তিনি “স্ট্রোক” করে মৃত্যু হওয়ার কথা তিনি বিভিন্ন সূত্রে শুনেছেন বলে জানান।
নিহতের নিকটাত্মীয়রা থানায় খবর দিলে পুলিশ হাসপাতালে এসে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) অং সা থোয়াই তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন,লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।শনিবার নিহতের মৃত্যু রহস্য উদ্ঘাটনে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের কথা জানান তিনি।