হাফিজুল ইসলাম চৌধুরী :
নাইক্ষ্যংছড়ির বাইশারী ও দোছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। তৃতীয় ধাপে আজ শনিবার সকাল আটটায় এ দুই ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল চারটায় ভোট গ্রহণ শেষ হবে। তৃণমূল পর্যায়ের এই নির্বাচনকে ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিটি কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ব্যাপক। এ প্রতিবেদন লিখা পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাইশারী ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা আমাদের রামু ডটকমকে জানিয়েছেন, ভোট খুবই অবাধ ও সুষ্ঠু হচ্ছে। দোছড়ি ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ জানিয়েছেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ-প্রশাসন মাঠে প্রস্তুত রয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এএসএম শাহেদুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের বলেন, ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে দুই ইউনিয়নের ১৮টি কেন্দ্রে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন। এছাড়া বিচারিক সহ পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকটি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, বাইশারীতে তিনজন চেয়ারম্যান, ১০ জন সংরক্ষিত আসনের নারী প্রার্থী ও ২৯ জন সাধারণ সদস্য প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। এই ইউনিয়নে ভোটার সংখ্যা আট হাজার আটশ আটার।
দোছড়িতে দুইজন চেয়ারম্যান, সাতজন সংরক্ষিত আসনের নারী প্রার্থী ও ২৪ জন সাধারণ সদস্য প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। এই ইউনিয়নে ভোটার সংখ্যা চার হাজার একশ ত্রিশ।