সোয়েব সাঈদ, রামু।
বিশ্বনন্দিত মুফাচ্ছিরে কোরআন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বলেছেন, পৃথিবীজুড়ে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে অন্য ধর্মের লোকজন নিরাপদ থাকতে পারছে। অথচ মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানেই হত্যা, নির্যাতনের শিকার হচ্ছে। অথচ বলা হয় মুসলমানরা জঙ্গি, সন্ত্রাসী।
শান্তির ধর্ম হিসেবে ইসলাম বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। তিনি বলেন, মানুষের সুন্দর, কল্যাণকর জীবনের যা কিছু প্রয়োজন তার সবই আল্লাহ তায়ালা পবিত্র কোরআন ও তাঁর প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এর মাধ্যমে রেখে গেছেন।
২৪ ঘন্টায় কি কি করণীয় তা ইসলাম ধর্মে বলা হয়েছে। কারো কাছ থেকে ধার নিয়ে মুসলমানদের চলতে হবে না। পহেলা বৈশাখ ও ভালোবাসা দিবসে বেহায়াপনা সহ নানা অপসংস্কৃতি কখনো ইসলাম সমর্থন করে না। অন্যের কাছ থেকে ধার করা এসব সংস্কৃতি এখন মুসলমানদের ঈমান ধ্বংসের হাতিয়ারে পরিণত হয়েছে।
রামুতে খতমে নবুওয়্যাত ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশকালে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী এসব কথা বলেন। আন্তর্জাতিক তাহ্রিকে খতমে নবুওয়্যাত, বাংলাদেশ রামু শাখা এ মহাসম্মেলনের আয়োজন করে।
শনিবার ২৩ এপ্রিল বেলা ২ টা হতে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এ মহাসম্মেলনে বিশেষ বক্তা হিসেবে তাকরির করেন, আন্তর্জাতিক তাহ্রিকে খতমে নবুওয়্যাত, বাংলাদেশ এর মহাসচিব মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, কুমিল্লা মোজাফ্ফর উলুম মাদরাসার শায়কুল হাদিস মাওলানা মূফতি দ্বীন মোহাম্মদ আশরাফ, ফটিকছড়ি জামিয়া উবাইদিয়া নানুপুর এর সাবেক মুহাদ্দিস মাওলানা হাফেজ আব্দুল গফুর, হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম ছাদেক, জামেয়াতুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ শামসুল হক, কাউয়ারখোপ ইসলামিয়া তাজবীদুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আমিনুল হক প্রমূখ।
এতে খতমে নবুওয়্যাত ইসলামী মহাসম্মেলনের ঘোষনাপত্র পাঠ করেন, আন্তর্জাতিক তাহ্রিকে খতমে নবুওয়্যাত, রামু শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুচ্ছালাম কুদ্ছী।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, আন্তর্জাতিক তাহ্রিকে খতমে নবুওয়্যাত, রামু শাখার সভাপতি মাওলানা হাফেজ আবদুল হক, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আবুল হাছান, সহকারি পরিচালক মাওলানা আবু বকর ছিদ্দিক ও রাজারকুল আজিজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আমান উল্লাহ সিকদার।
মাওলানা আব্দুচ্ছালাম কুদ্ছী ও মাওলানা সোহাইল এর সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, মূফতি ফিরোজ আহমদ, মাওলানা আ,হ,ম নুরুল কবির হিলালী, মাওলানা কাজী এরশাদ উল্লাহ প্রমূখ।
সম্মেলনে সার্বিক দায়িত্বে ছিলেন, আনোয়ার হোসেন বাবলা, নুর মোহাম্মদ, সিরাজুল ইসলাম, আলম, সেলিম প্রমূখ।
সম্মেলনে আগত জনস্রোত প্যান্ডেল ছাড়াও ছড়িয়ে পড়ে পুরো মাঠজুড়ে। এ মাঠে সমবেত বিশাল এ মাহফিল ছিলো স্মরণকালের বৃহত্তম মাহফিল।
মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত জনতা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, আন্তর্জাতিক তাহ্রিকে খতমে নবুওয়্যাত, রামু শাখার সভাপতি মাওলানা হাফেজ আবদুল হক ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুচ্ছালাম কুদ্ছী।