রামু প্রতিনিধিঃ
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক শামসুল হক (৬৫) শনিবার ২৩ এপ্রিল রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শামসুল হক ওই এলাকার মৃত কবির আহমদ সিকদারের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে যান।
রবিবার সকাল ৯ টায় জোয়ারিয়ানালা ইলিশিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযাপূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, মরহুমের ছোট ভাই ইলিশিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল হক ও মৌলানা নুরুল আমিন। জানাযা শেষে স্থানীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাস্টার শামসুল হক ২০১০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ চাকমারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহন করেন। প্রবীন ও ত্যাগী এ আদর্শ শিক্ষকের মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী এবং পুরো এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।