সোয়েব সাঈদঃ
দুদকের মামলায় গ্রেফতার হয়েছেন রামু উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবদুচ ছবুর।
সোমবার ২৫ এপ্রিল বেলা সাড়ে ১২টায় দুদকের একটি দল রামু থানা পুলিশের সহায়তায় রামু উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করে।
দূর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান রামু উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবদুচ ছবুরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, কক্সবাজার সদর হাসপাতালে আবদুস সামাদ নামের একজন সহকারী ছিলেন। তিনি ২৩ বছর এ হাসপাতালে চাকরি করে মৃত্যুবরণ করেন। ওই সময় কর্মচারি-নার্সদের দ্বিগুন, তিনগুন পরিমাণ অতিরিক্ত বিল দেখান মোহাম্মদ আবদুচ ছবুর। এসব ভূয়া বিল উত্তোলনও করেন। এ ঘটনায় আরো মোহাম্মদ আবদুচ ছবুর ছাড়াও আরো দুজনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। চক্রটি এভাবে দুই কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমাণও মিলেছে। এদের বিরুদ্ধে সাতটি মামলা করা হয়েছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর আমাদের রামু ডটকমকে জানিয়েছেন, রামু উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবদুচ ছবুরকে দুদক এর একটি দল পুলিশের সহায়তায় গ্রেফতার করেছে। তাকে গ্রেফতারের পরই কক্সবাজার নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, রামু উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবদুচ ছবুর রামুতে যোগদানের পর থেকে এ অফিসটি দূর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরাও তার মতো টাকা ছাড়া কোন ফাইল নাড়াছাড়া করে না। এনিয়ে ইতিপূর্বে অসংখ্য অভিযোগ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি।
উল্লেখ্য মোহাম্মদ আবদুচ ছবুর চট্টগ্রাম জেলার বাশখালী উপজেলার বাসিন্দা। ১৯৮৭ সনের ১০ মার্চ তিনি চাকরিতে যোগদান করেন।