শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজারের উখিয়ার ঐতিহ্যবাহী তুতুরবিল খেলার মাঠে সোহান চৌধুরী টি ২০ ক্রিকেট টুর্ণমেন্টের শুভ উদ্ধোধন হয়েছে। উক্ত টুর্ণামেন্টের ৮ টি দল অংশ গ্রহন করেন।
সোমবার সকাল ১০ টায় তুতুরবিল খেলার মাঠে অনুষ্টিত টুর্ণামেন্টের শুভ উদ্ধোধন করেন সাংবাদিক মাহমুদুল হক বাবুল।
এ সময় পধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নুরুল কবির, প্রধান পৃষ্টপোষক মোঃ আলী হোছন, সাংবাদিক শহিদুল ইসলাম, মোঃ সেলিম ও উখিয়া উপজেলা বহুমূখী নির্মাণ শ্রমিকের সভাপতি নুরুল কবির।