শহিদুল ইসলাম, উখিয়া।
উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বন বিট কর্মকর্তা মোঃ আব্দুল মন্নানের নেতৃত্বে বুধবার সকাল ১১ টার দিকে বন কর্মীরা থাইংখালীর তাজনিমারকোলার বরঘোনার হাতির মোড়া নামক এলাকায় বন বিভাগের জায়গার উপরে অবৈধ ভাবে গড়ে তোলা ২ টি অবৈধ বসত ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন।
এ ব্যাপারে সরকারী বন ভুমির জায়গায় অবৈধ ভাবে সরওয়ার আলম ও বর্মাইয়া জালালা বসত বাড়ী নির্মাণ করাই তাদের বিরুদ্ধে বন বিভাগ মামলা দায়ের করবে বলে জানিয়েছেন বিট কর্মকর্তা আব্দুল মন্নান।