শহিদুল ইসলাম, উখিয়া।
আসন্ন ইউপি নির্বাচনে উখিয়া উপজেলা বিএনপি ৫ ইউনিয়নের প্রার্থীর তালিকা চুড়ান্ত করেছে বলে জানা গেছে। আগামী ৪ জুন উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হবে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, রাজাপালং ইউনিয়নে শাহ কামাল চৌধুরী, পালংখালী ইউনিয়নে হেলাল উদ্দিন, রত্নাপালং ইউনিয়নে নুরুল কবির চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়নে শামশুল আলম বাবুল ও জালিয়াপালং ইউনিয়নে নুরুল আমিন চৌধুরী।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি শাহ জাহান চৌধুরী উক্ত ৫ প্রাথীর নাম চুড়ান্ত করা হয়েছে বলে আমাদের রামু ডটকমকে জানিয়েছেন।