সোয়েব সাঈদঃ
কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ,ফ,ম শাহরিয়ার বলেছেন, কৃষি এবং কৃষকের উন্নয়নে বর্তমান সরকার যুগোপযোগি পদক্ষেপ নিয়েছে। এ কারণে কৃষিক্ষেত্রে আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অতীতের চেয়ে এখন বেশি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। এজন্য কৃষকদের কৃষি উপকরণ প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষি অধিদপ্তরের পর্যাপ্ত তদারকি অব্যাহত রয়েছে। তাই আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদনে কৃষকদেরও সচেতন হতে হবে।
কক্সবাজারের রামু উপজেলায় চাষি পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট, বীজ উৎপাদন, সংরক্ষণ প্রকল্পের আওতায় ধান বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার ২৯ এপ্রিল বিকাল চারটায় রামুর রাজারকুল ইউনিয়নের বাহারকাছা গ্রামে আয়োজিত এ মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী।
রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তা ছোটন কান্তি দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিপি রানী বড়ুয়া, আকবর হোসেন, প্রদর্শনী চাষি ফরিদুল আলম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাহবুবুর রহমান। অনুষ্ঠানে দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।