সোয়েব সাঈদঃ
কক্সবাজারের রামু উপজেলার ১১০ বছর বয়সী প্রবীন ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব বদরুজ্জামান ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ১ টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের দক্ষিন চাকমারকুল মৌজিমের দ্বীপ এলাকার মরহুম…….ছেলে।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আলহাজ্ব বদরুজ্জামান দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মকতুল হোসেন ও রামু কলেজের অধ্যাপক জাফর আলমের বাবা এবং দৈনিক আমাদের সময় এর চট্টগ্রাম ব্যুরো চীফ হামিদ উল্লাহর দাদা।
উপজেলার সবচেয়ে প্রবীন ব্যক্তি আলহাজ্ব বদরুজ্জামানের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর পেয়ে সর্বস্তুরের লোকজন তাকে একনজর দেখার জন্য ছুটে যান। ৯ ফেব্রুয়ারি বিকাল তিনটায় দক্ষিণ চাকমারকুল মৌজিমের দ্বীপ জামে মসজিদ সংলগ্ন মাঠে আলহাজ্ব বদরুজ্জামানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে পরিবারের পক্ষে আলহাজ্ব বদরুজ্জামানের নাতি দৈনিক আমাদের সময় এর চট্টগ্রাম ব্যুরো চীফ হামিদ উল্লাহ বক্তব্য রাখেন।
নামাজে ইমামতি করেন, চাকমারকুল মাদরাসার মুহতামিম মাওলানা ফিরোজ আহমদ।
মরহুমের জানাযায় রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, চাকমারকুল ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম মুফিদ, দক্ষিন মিঠাছড়ি আমির মোর্তজা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এডভোকেট আমির হোসাইন, দক্ষিন মিঠাছড়ি চাইল্যাতলী এ,কে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসাইন আহমদ আনসারী, দক্ষিন মিঠাছড়ি ইউপি সদস্য ওসমান গনি, চাকমারকুল ইউপি সদস্য নুরুল আমিন, রামু কলেজের শিক্ষক অধ্যাপক হারুন অর রশিদ, অধ্যাপক তৌহিদুল আলম, অধ্যাপক মনির আহমদ, ক্রীড়াবিদ দিদারুল আলম (দিদার বলী) প্রমূখ উপস্থিত ছিলেন।
জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
চাকমারকুল ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম মুফিদ জানিয়েছেন, হাজ্বী বদরুজ্জামানের বয়স ১১০ বছরের বেশী হয়েছে। তাঁর মতো এত প্রবীন ব্যক্তি এলাকায় আর নেই। তিনি ব্যক্তিজীবনে খুবই কর্মঠ, সৎ মানুষ ছিলেন। এছাড়া তিনি একজন সফল বাবা। তাঁর ছেলেদের মধ্যে কলেজের অধ্যাপক, মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। তাঁর নাতি হামিদ উল্লাহ চট্টগ্রামের একজন সাড় জাগানো সাংবাদিক। সব মিলে এ পরিবারটি এলাকার একটি আলোকিত পরিবার বলা চলে।
॥ রামু রিপোর্টার্স ইউনিটির শোক ॥
দৈনিক আমাদের সময় এর চট্টগ্রাম ব্যুরো চীফ হামিদ উল্লাহর দাদা রামু উপজেলার ১১০ বছর বয়সী প্রবীন ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব বদরুজ্জামানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, রামু রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবুল কাশেম সাগর, সহ-সভাপতি অর্পণ বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুবকর ছিদ্দিক, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর ও প্রচার সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, কার্যকরী সদস্য সোয়েব সাঈদ, হাসান তারেক মুকিম, আল মাহমুদ ভূট্টো।
বিবৃতিদাতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।