টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হচ্ছে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার আব্দুল গফুরের ছেলে রবিউল হাসান (১৯), টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে সিরাজ মিয়া (৩০)।
সোমবার ভোর রাত ১ টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহত দুই যুবকের পরিবার সুত্রে জানা যায়, ঝড়ের সময় সিরাজ মিয়া মাছ ধরতে নাফ নদীতে যায়। মাছ শিকার শেষে বাড়িতে ফেরার পথে কালবৈশাখী ঝড়ো হাওয়া ও বজ্রপাতের কবলে পড়ে।
প্রচন্ড বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়।
অন্যদিকে একই সময় হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার রবিউল আলম লবনের মাঠে যাওয়ার পথে বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়।
বজ্রপাতের আঘাতে দুই যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ।