নঈম আল ইস্পাহানঃ
ভালোবাসা,নীল বৃত্তে কম্পাসের আঁকিবুকি
ভালোবাসা,পরীক্ষার খাতায় অঙ্কিত প্রেমিকার ছবি
ভালোবাসা,কোন কবির রাত্রিজাগা প্রেম ছন্দ
ভালোবাসা,চলচিত্রের দুটি হৃদয়ের সুখ মিলন
ভালোবাসা,নিদ্রা ভঙ্গ ভোরের বিচ্ছিন্ন শিশির
ভালোবাসা,কিংবদন্তির অবিচ্ছেদ্য প্রণয়
ভালোবাসা,প্রেমিকার গালে আলতো চুম্বন
ভালোবাসা,সূর্যের চেয়ে শক্তিশালী এক গ্রহ
ভালোবাসা,বেলকনিতে অপেক্ষিত কারো প্রহর
ভালোবাসা,প্রেমিকার বিদ্রুপাত্বক শাসন
ভালোবাসা,নগরীতে হাহাকার বনাম ঘন নিঃশ্বাস
ভালোবাসা,তোমার,আমার রেখে যাওয়া সব স্মৃতি
ভালোবাসা,রঙধনুর মত লাল,নীল,সবুজ!