শহিদুল ইসলাম, উখিয়া।
উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্ত ঘেষা ৫ নং পালংখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইয়াবা সম্রাট নামে খ্যাত কলিম উল্লাহ লাদেন আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এছাড়াও থাইংখালীর ৫ নং ওয়ার্ড থেকে নুরুল আমিন ৪ নং ওয়ার্ড থেকে জয়নাল আবেদীন বালুখালী এলাকার ২ নং ওয়ার্ড থেকে বখতিয়ার আহমদ ও ৩ নং ওয়ার্ড থেকে মোঃ সেলিম মনোনয়ন পত্র সংগ্রহ করে ভোট প্রচারণায় নেমেছেন।
এলাকাবাসী জানান, ইয়াবার টাকা নিয়ে এবারের নির্বাচনে তারা অসহায় মানুষকে বিভ্রান্তি করে টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করবেন। যার ফলে স্বচ্ছ যোগ্যপ্রার্থীদের নির্বাচনে জয়লাভ করতে হিমশিম খেতে হবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ৩ নং ওয়ার্ডের ইয়াবা সম্রাট কলিম উল্লাহ লাদেন সোমবার রাতে ইয়াবার টাকা নিয়ে ১২শ মানুষের জন্য ভুড়িভোজের আয়োজন করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে কলিম উল্লাহ লাদেন তিনি জনগণের সাথে নির্বাচন সংক্রান্ত মতবিনিময় করেছেন বলে স্বীকার করেছেন।