রামু প্রতিনিধিঃ
মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমাতে নিরাপদ প্রসবের প্রয়োজনে নিয়মিত চেকআপ ও ডেলিভারীর জন্য গর্ভবতীদেরকে হাসপাতালে পাঠান এই আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রামু উপজেলার রাজারকুল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৩ মে মঙ্গলবার ডিমান্ড সাইড ফাইনেন্সিং তথা মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীম এর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন রামু উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবদুল মন্নান। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, স্বাগত বক্তব্য রাখেন ডিএসএফ ম্যানেজার ওমর ফারুক শিবলী।
উপস্থিত ছিলেন পরিসংখ্যানবিদ পংকজ পাল, অফিস সহকারী দীপংকর বড়ুয়া ধীমান, পিএইচডির ফিল্ড কো অর্ডিনেটর নুর কবির, ইউনিয়ন সংগঠক আজম খান, স্বাস্থ্য সহকারী সৈকত বড়ুয়া, এনামুল হক, মুহিতুন্নেছা কলি, ইউপি সচিব মৃনাল বড়ুয়াসহ রাজারকুল ইউপির সকল পুরুষ ও মহিলা সদস্য।
এদিকে একই দিনে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদেও ডি এস এফ এর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো।