আব্দুল হামিদঃ
রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়নের থোয়াঙ্গাকাটা ফুটবল এসোশিয়েসন কর্তৃক আয়োজিত আলহাজ¦ ওসমান সরওয়ার আলম গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার সময় থোয়াঙ্গাকাট আদর্শ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে টূর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ রিয়াজ উল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত জনসাধারন ও খেলোয়াড়দের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, আমরা এখন আর পিছিয়ে নেই। অনেক এগিয়ে গিয়েছি। সারা বিশে^র মধ্যে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নিত হয়েছে। বর্তমান সরকার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে অনেক গুরুত্ব সহকারে দেখছেন। তিনি আরো বলেন, খেলাধুলা মানুষের মনকে উৎফুল্ল রাখে। তাই সকল খেলোয়াড় ও টূর্নামেন্ট পরিচালনা কমিটিকে শৃঙ্খলা বজায় রেখে খেলা পরিচালনার আহবান জানান।
নাইক্ষ্যংছড়ি হাজ¦ী এমএ কালাম ডিগ্রি কলেজের ছাত্র নেজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গর্জনীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, বাইশারী উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক জয়নাল আবেদীন, বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবু নছর, আওয়ামীলীগ নেতা মোঃ নুরুল আমিন, সমাজ সেবক আবু বক্কর প্রমুখ।
এদিকে বিকাল ৪টার সময় শুরু হওয়া গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ১ম দিনের খেলায় থোয়াঙ্গাকাটা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে থিমছড়ি ফুটবল একাদশ জয়লাভ করেন।
অপরদিকে বিকাল সাড়ে ৪টার সময় থোয়াঙ্গাকাটা আদর্শ শিক্ষা নিকেতন আদর্শ শিক্ষা নিকেতন হলরুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে অসহায়, দুস্থ ১৬’শ পরিবারের মাঝে ভিজিএফ এর বিশেষ বরাদ্ধের চাউল বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: রিয়াজ উল আলম উপস্থিত থেকে চাউল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। এতে আরো উপস্থিত ছিলেন গর্জনীয়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ছৈয়দ নজরুল ইসলাম, ইউপি সদস্য নুরুল ইসলাম, আব্দুল জব্বার, সমাজ সেবক আবু বক্কর সহ স্থানীয় নেতৃবৃন্দ।