হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুর গর্জনিয়ায় গলায় ফাস লাগিয়ে নূর আসা খাতুন (৩৮) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে ইউনিয়নের বড়বিল এলাকার ঝাইল্লাঝিড়ি গ্রামের নুরুল হুদার স্ত্রী। বুধবার ৪ মে সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদ হোছেনের মেয়ে নূর আসা খাতুনের সঙ্গে একই গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে নুরুল হুদার বিয়ে হয়। তাদের সাংসারিক জীবনে ৩ মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে। কিন্তু বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয়ে পারিবারিক কলহ বৃদ্ধি পাচ্ছিলো।
এর জের ধরে সন্ধ্যায় সবার অজান্তে স্বামীর উপর অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতেৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেন।
অপরদিকে নিহত গৃহবধুর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।