বিশ্বজিত বড়ুয়াঃ
ভোরের নীল ললাটে টকটকে লাল টিপ
অন্ধকার ঘুচে জ্বেলে দিলো কিরণ প্রদীপ।
দুঃখ মন-কালিমা আমি আমিত্বের খেলা
সতত যন্ত্রণা সয়েছি আরো কত অবহেলা।
একটি মাত্র লক্ষ্য নিজেকে জাহির করা
ছুটছি তো ছুটছি শ্রেষ্টত্বের পাগলপারা।
কত জুলুম কত মিথ্যায় এ সম্পদ গড়া
অশীতির শয়ানে ডাকে মরণ আয় ত্বরা!
এই তো এখনো বেঁচে আছি সুস্থ শরীরে
সবই তোমার দান কেন আমি আমারে!
কি নিয়ে এসেছিলে ভবে কি নেবে সাথে
গর্ভ থেকে কবর হয়তো রাতে নয় প্রাতে।