শহিদুল ইসলাম,উখিয়া।
কক্সবাজারের উখিয়ায় মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন ২৮ জন, সাধারণ সদস্য ২৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৬৭ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাজাপালং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য ৫৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৫ জন।
রত্নাপালং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য ৪২ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৪ জন।
পালংখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য ৫০ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন।
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য ৫৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন
জালিয়াপালং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য ৪৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৫ জন প্রার্থী মনোনয়নত্র দাখিল করেছেন।
উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, সুষ্ঠুভাবে মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে। বুধবার প্রার্থীদের যাচাই বাছাই করা হবে।