নঈম আল ইস্পাহান:
যখন নির্বাচনের প্রার্থী হয়:-মানুষ তখনই সবচেয়ে বেশি ইনোসেন্ট হয় যখন মানুষ নির্বাচনের প্রার্থী হয়।কেননা,পাবলিকের ভালোবাসা সর্বদা ইনোসেন্ট দের প্রতিই।আর পাবলিকের ভালোবাসা মানেই নির্বাচনে জয়লাভ!
কোন সুন্দরীর সামনে গেলে:-যখন কোন অতী সুন্দরী সামনে পড়ে মানুষ তখন যথাসম্ভব ইনোসেন্ট রুপ ধারণ করে।সবাই তো চাই সুন্দরীদের দৃষ্টি আকর্ষিত হতে।আর বিভিন্ন লাভ গুরুদের দেয়া তথ্য হলো,সুন্দরীরা ইনোসেন্ট মানুষদেরই পছন্দ করে!
প্রেমিকার বাবার সামনে গেলে:-একজন মানুষকে জীবনে দুইবার ইন্টারভিউতে পাশ করতে হয়।প্রথমবার,চাকরির।দ্বিতীয়বার প্রেমিকার বাবাকে দেয়া ইন্টারভিউতে।আর ইন্টারভিউতে জিততে হলে,অবশ্যই ইনোসেন্ট চেহারার বিকল্প নেই!
বউয়ের মাথা গরম হলে:-বউয়ের বাজারের লিষ্ট যখন ভুল করে কেউ বাসায় চলে আসে তখন বউ নিজেকে কন্ট্রোলে রাখতে না পেরে এটা,ওটা ছোড়ে মারতে পারে।ঠিক,তখন অসহায়,, স্বামীদেরকে বউয়ের ক্রোধের শিকার হতে বাঁচতে চেহারায় ইনোসেন্ট ভাব বজায় রাখতে হয় শত পার্সেন্ট!
স্যারের পড়া মুখস্ত না করলে:ইংরেজির স্যার যা পড়া দেয় তা যদি ঠিক ঠিক উত্তর না দিয়ে কেউ বলে স্যার মুখস্ত করতে পারিনি।তখন যে স্যার কী রুপ ধারণ করবে তা স্যারের অতীতের রেকর্ডই বলে দিবে।তাই স্যারকে নতুন রেকর্ড তৈরি করতে না দিতে চাইলে চেহারায় ইনোসেন্ট ভাব রেখে বলতে হবে স্যার আপনার সিমের বায়োমেট্রিক রেজিষ্ট্রেষণ করেছেন?