প্রজ্ঞানন্দ ভিক্ষু
রামু উপজেলার চাকমারকুল গ্রামে সংঘদান ও অষ্টপরিষ্কার দান অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি প্রয়াতদের বংশধর যৌথভাবে এ দানানুষ্ঠানের আয়োজন করেন। একুশে পদকে ভুষিত, উপ-সংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্মদেশনা দান করেন উখিয়া শৈলরঢেবা চন্দ্রোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত কুশলায়ন মহাথের। পূজা ও জল উৎসর্গ পরিচালনায় অংশ নেন উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারাধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথের এবং বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত করুণাশ্রী থের।
সভায় উদ্বেধনী দেশনা দান করেন উত্তর ফতেঁখারকুল বিবেকারাম বিহারাধ্যক্ষ ভদন্ত শীলমিত্র ভিক্ষু।
স্বাগত বক্তব্য রাখেন ভদন্ত জ্যোতি আর্য ভিক্ষু।
ধর্মসভায় উপস্থাপনা করেন চাকমারকুল অজন্তা বিহারাধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাপাল ভিক্ষু।