প্রজ্ঞানন্দ ভিক্ষুঃ
আগামী ২৪ সেপ্টেম্বর সোমবার শুভ মধু পূর্ণিমা। মূলত ভাদ্র ফূর্ণিমার অপর নাম হল মধু পূর্ণিমা। আজ থেকে আড়াই হাজারেরও বেশি সময় আগে তথাগত গৌতম বুদ্ধ পারিলেয়্য বনে বর্ষাবাস যাপনকালীন সময়ে পারিলেয়্য নামক এক হাতির বুদ্ধসেবা দেখে অনুপ্রাণিত এবং শ্রদ্ধান্বিত হয়ে উক্ত বনের বানররাজা বুদ্ধকে মধুদান করেছিল। তাই দিনটি মধু পূর্ণিমা নামে সমধিক পরিচিত।
মূলত দিনটিকে স্মরণীয় করে রাখতেই বৌদ্ধরা এইদিনে ভিক্ষুসংঘকে মধুদান করে থাকেন। একদিকে দানে পুণ্যলাভ অপরদিকে দিনটিকে স্মরণীয় করে রাখার তাগিদ এইভাবেই মধুদান চলছে আবহমান কাল থেকে।
এদিকে প্রতি বছরের ন্যায় এবছরও কক্সবাজারের ঐতিহ্যবাহী সাংঘিক প্রতিষ্ঠান রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ভোরে বুদ্ধপূজা, সকালে অষ্টশীল বা উপোসথ শীল গ্রহণ, সংঘদান ও অষ্টপরিষ্কারদান, দুপুরে ভিক্ষুসংঘকে মধুদান, বিকালে ধর্মসভা, সন্ধ্যায় হাজার তৈল প্রদীপ প্রজ্জ্বলন এবং দেশ ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা।