শিক্ষা ডেস্কঃ
অধিভুক্ত ৭ কলেজের ২০১৬ খ্রিস্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২য় বর্ষ পরীক্ষার সূচি পরিবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ৭ কলেজের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।
জানা গেছে, ২০১৬ খ্রিস্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২য় বর্ষ পরীক্ষার সংস্কৃত বিষয়ের পরীক্ষাটি আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়া কথা থাকলেও তা ১৭ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া এ পরীক্ষার পূর্বঘোষিত সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়।