নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈশিং এম পি নাইক্ষংছড়ি উপজেলার এক মাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হাজী এম এ কালাম ডিগ্রী কলেজের গভর্নিংবডির সভাপতি নির্বাচিত হওয়ায় কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ কালে মন্ত্রী বলেন গুনগত শিক্ষা প্রদানে শিক্ষকদেরকেই ভূমিকা রাখতে হবে।যাবেন।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক নীলোৎপল বড়ুয়ার পরিচালনায় শিক্ষক পরিষদের সাথে মতবিনিময় কালে গত ১৩ মে সকাল ১১টায় তার বান্দরবানস্থ বাংলোয় আয়োজিত এক মতবিনিময় কালে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন বর্তমান বিশ্বয়ায়নের যুগে পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে থাকা জনগোষ্টীকে গুণগত উচ্চ শিক্ষার মাধ্যমে এগিয়ে নিতে শিক্ষকদের যেকোন প্রচেষ্টার সাথে তিনি যথাসাধ্য সহযোগিতা করে যাবেন।
এ সময় মাননীয় মন্ত্রী হাজী এম এ কালাম ডিগ্রী কলেজ কে একটি কম্পিউটার উপহার দেন।কলেজের সার্বিক খোজ খবর নিয়ে কলেজে একটি ছাত্রাবাস ও একটি গভীর নলকূপ স্থাপনের ঘোষনা দেন ।
উল্লেখ্য, তিনি ইতো পুর্বে কলেজে একটি তিন তলা ছত্রীবাস নির্মাণ করেন এবং একটি চার তলা একাডেমিক ভবন উদ্বোধন করেন যার কাজ দ্রুত এগিয় যাচ্ছে।
শিক্ষক পরিষদের পক্ষে বক্তব্যে মাননীয় মন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে রাখেন অধ্যক্ষ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ জনাব বশির আহমেদ, অধ্যাপক এমদাদুল্লা মোঃ ওসমান,অধ্যাপক মোঃ জাফর,অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক মোঃশাহআলম, অধ্যাপক শফিউল আলম, অধ্যাপিকা জেবুন্নেচা,অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,অধ্যাপক শফিউল্লা, অধ্যাপক হুমায়ুন কবির,অধ্যাপক বশিরুল কবির চৌধুরী,অধ্যাপক আব্দুল মান্নান,অধ্যাপক মজিবুররাহমান,অধ্যাপক হেদায়েত হোসেন সপন,অধ্যাপক নজরুল ইসলাম জমাদ্দার,অধ্যাপক মোঃ মিজানুর রহমান, অধ্যপিকা রাবেয়া ফেরদৌসি সিদ্দিকা, অধ্যাপক কাজী আয়াজ রহমান অধ্যাপকমুজিবুল হক,অধ্যাপক এবিএম মুজাহিদুল ইসলাম,অধ্যাপকহাসানআহামদ সোবহানী অধ্যাপিকা জাহানারা বেগম লাকী, প্রদর্শক মোঃ আমান উল্লাহ,শরীর চর্চা শিক্ষক মোঃ আবুল হসাইন প্রমুখ।