খালেদ হোসেন টাপু, রামুঃ
রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে রামুতে মেগা প্রকল্পসহ নানামুখী প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং হচ্ছে। তাই উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।
বৃহস্পতিবার ( ২৭ শে সেপ্টেম্বর ) উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনএইচসিআর এর সহযোগিতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্যাকেট ফ্যামিলি কিট সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান, সাংবাদিক খালেদ হোসেন টাপু, ইউএনএইচসিআর এর সিনিয়র ফিল্ড এ্যাসিসটেন্ট শান্তনু ও সাবরিনা মুমু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার এর ডিস্ট্রিবিউশন এ্যাসিসটেন্ট মোহাম্মদ সোলায়মান ও যায়েদ বিন আমিন উপস্থিত ছিলেন। এসময় ৪০০ পরিবারকে প্যাকেট ফ্যামিলি কিট সামগ্রী বিতরণ করা হয়।