অনলাইন ডেস্কঃ
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে পুলিশের নতুন ইউনিট গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
শনিবার রাজধানীর উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মাঠে পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (আইজিপি কাপ) পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, গত কয়েকদিন আগে গুজব ছড়ানো হয়েছিল যে, গার্মেন্টস সেক্টরে দুই-তিনজন মারা গেছে। মানুষ না বুঝেই এসব গুজবে কান দিয়ে সংঘাতে জড়ায়। এজন্য ভবিষ্যতে কেউ যাতে গুজব ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য পুলিশ সর্তক আছে।
তিনি আরও বলেন, এরই মধ্যে সাইবার অপরাধ দমনের জন্য পুলিশ সদর দফতরে একটি সমন্বয় সেল গঠন করা হয়েছে। সাইবার অপরাধের মামলা মনিটরিং করবে এ সেল।