নঈম আল ইস্পাহান:
আবুল এবার এস.এস.সি পরীক্ষা দিয়েছে।কত স্বপ্ন ছিলো তার,সে পাশ করবে।কিন্তু না।সে ফেল করলো।অতঃপর,সে কঠিন শপথ গ্রহন করল:-
জীবনে মেয়েদের পিছনে ঘুরবনা:
এই জীবনে কোন মেয়ের পিছনে ঘুরবনা।ঘুরব তো দূরে,ফিরেও তাকাবনা।পড়ালেখার চেয়ে মেয়েদের পিছু নেয়া এত জরুরী ? যদি ফেল না যেতাম,জীবনে কত মেয়ে আমার পিছে ঘুরতো।আহা!সব মিস।
ফেসবুক ডিএক্টিব করে দিবো:
ফেসবুক আমাকে শেষ করেছে।ফ্রি এমবি পেয়ে নিজেকে ফেসবুক সেলিব্রেটি বানাতে গিয়ে দিনের পুরোটা সময় ফেসবুকে এক্টিভ থেকেছি।যার ফলে আমার নাম হয়েছে “অলটাইম এ্যাক্টিভ আবুল” এবার চিরবিদায় নিয়ে ডিএক্টিভ হয়ে পড়ালেখাতে মন দিবো!

নয়নমণি কে ভুলে যাবো:
পাড়ার সবচেয়ে সুন্দরী নয়নমণির জন্য আর রাস্তায় দাঁড়াবোনা। তার মায়ের নাম্বারে কখনো মিসডকল দিবোনা।তাকে কেন,বাংলার কাউকেই মিসডকল দিবোনা। কখনো মায়ের টাকা চুরি করে কোন মেয়েকে বার্থডে গিফট দিবোনা। লক্ষ্য এবার “পরীক্ষায় পাশ হবোই”
মানুষের শান্তি হরণ করবনা:
এই জীবনে আর মানুষের শান্তি হরণ করবনা।কাউকে মাঝ রাতে কল দিয়ে ঘুম ভাঙবনা। ফেলের পর বুঝতে পেরেছি সবাই আমার ফেল হওয়াতে কত্ত খুশি। তাদের এবার শান্তিতে থাকতে দিবো।যাতে,তারাই আমার পাশের জন্য দোয়া করে!
বাবা-মায়ের ভালো ছেলে হয়ে যাবো:
বাবা-মায়ের কথা মত চললে আমাকে ফেল করতে হতো না।কী যে ভুলটাই না করেছি।তাদের কথামত চললে অবশ্যই আজ মিষ্টির বদলে বাবার ঝাটা পেটা খেতে হতোনা!
অবশেষে বলতে চাই “ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস”একবার ফেল করেছি।মনকে প্রচুর কষ্ট দিয়েছি।দহনে জ্বলেছি।এবার সবকিছু ত্যাগ।সেই আগের মেধাবী ছাত্র আবুল ইজ ব্যাক!
রাজারকুল, রামু।
অধ্যয়নরত:কক্সবাজার সরকারি কলেজ।