ক্রীড়া ডেস্কঃ
আগের ম্যাচে ৩০ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের মেয়েরা এবার খেলতে পারল পুরো ২০ ওভার। তবে পাকিস্তানের মেয়েদের বড় লক্ষ্য দিতে পারেনি সালমা খাতুনের দল। অনায়াসে জিতে এক ম্যাচে বাকি থাকতে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।
তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। বাংলাদেশের ৮১ রান ১১ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
এই জয়ে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে অতিথিরা। বৃষ্টিতে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টিতে সহজেই জেতে জাভেরিয়া খানের দল।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে তেমন কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে পারেননি কেউই।
দুই অঙ্কে পৌঁছান কেবল নিগার সুলতানা (১৯), রুমানা আহমেদ (১২) ও শামিমা সুলতানা (১০)।
পাকিস্তানের নাশরা সান্ধু ও নিদা দার নেন দুটি করে উইকেট।
রান তাড়ায় আয়েশা জাফরের সঙ্গে ৩২ রানের জুটিতে ভালো শুরু এনে দেন নাহিদা খান। তিন চারে ৪০ বলে ৩৩ রান করা এই ওপেনারকে বিদায় করেন ফাহিমা খাতুন।
মুনিবা আলির দ্রুত বিদায়ের পর নিদাকে নিয়ে বাকিটা সহজেই জাভেরিয়া। দুই চারে ৩১ রানে অপরাজিত থাকেন পাকিস্তান অধিনায়ক।
আগামী শনিবার একই ভেন্যুতে হবে চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ৮১/৮ (শামিমা ১০, আয়েশা ৮, ফারজানা ৫, নিগার ১৯, সানজিদা ৭, রুমানা ১২, ফাহিমা ৩, জাহানারা ৪, সালমা ৬*, পান্না ২*; আইমান ১/২০, আনাম ১/১০, সানা ০/১৭, নাশরা ২/১৬, নিদা ২/১৬)
পাকিস্তান: ১৮.১ ওভারে ৮৫/৩ (আয়েশা ১৩, নাহিদা ৩৩, জাভেরিয়া ৩১*, মুনিবা ৫, নিদা ২*; জাহানারা ০/১৯, সালমা ০/১৪, নাহিদা ০/১৮, পান্না ০/৮, রুমানা ১/১০, ফাহিমা ১/১৫)
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী
সূত্রঃ বিডিনিউজ