অাবুল কাশেম সাগর,রামুঃ
কক্সবাজারে এপেক্স ক্লাব অব কক্সবাজারের অায়োজনে ক্লাব স্কুলিং সভা ২০১৮ অনুষ্ঠিত হয়ছে।
শুক্রবার সকাল ১০টায় বিজি ক্যাপ সংলগ্ন পালস্ বাংলাদেশ উন্নয়ন সংস্থার সভা কক্ষে অয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এপে. ডাঃ মো শফিকুল ইসলাম।
এপেক্স ক্লাব অব কক্সবাজারের সাধারণ সম্পাদক এপেক্সিয়ান সুলতান অাহমদের সহযোগিতায় অায়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন এপেক্সিয়ান এস এম হাসান অালি, বিশেষ ছিলেন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের পিএঅাইপি, এলজি এন্ড পিএনপি এপে. কুতুব উদ্দুল্লাহ, এলজি এন্ড পিএনপি এপে. জবিউল হোছাইন, অাইপিনএনএডি এপে. নিজাম উদ্দিন পিন্টু, এলএম, পিএনওয়াইসিডি এন্ড পিডিজি-৩ এপে. এডভোকেট অায়াছুর রহমান, পিডিজি-৩ এপে.এডভোকেট রমিজ অাহমদ।
সভায় সংগঠনের উন্নয়নে স্কুলিং সভার মাধ্যমে ক্লাবের উন্নয়নে বিভিন্ন বিষয়ে অালোচনা করা হয়।