খালেদ শহীদ, রামুঃ
কক্সবাজারে পাঁচশতাধিক শিক্ষার্থীকে দন্ত চিকিৎসা সেবা দিয়েছে সাপ্পোরো ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল। শনিবার (৬ অক্টোবর) কক্সবাজার কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঢাকার উত্তরা ‘সাপ্পোরো ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল’ এর ডিপার্টমেন্ট অফ ডেন্টাল পাবলিক হেলথ এর উদ্যোগে ‘ওরাল হেলথ সার্ভে ক্যাম্প’ এ চিকিৎসা সেবা দেয়া হয়। ‘এপেক্স ক্লাব অফ কক্সবাজারের সহযোগিতায় দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে শিক্ষার্থীদের বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।
সাপ্পোরো ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল’ এর সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ তাওফিক হোছাইন চৌধুরী, সহকারি অধ্যাপক ডা. সুজন কান্তি নাথ ও ডা. আশিক এলাহি নুর এর নেতৃত্বে ১৫ জন শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
ডা. মুহাম্মদ তাওফিক হোছাইন চৌধুরী জানান, নতুন দন্ত চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ জনপদে চিকিৎসা সেবা দেয়ার অভিজ্ঞতা তারা এই ক্যাম্প থেকে অর্জন করতে পারে। এছাড়া সার্ভে ক্যাম্পে মূখের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ ও ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে।
সকালে সাপ্পোরো ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল এর চিকিৎসক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করেন, রামু খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা হলি কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্ত¡াধিকারি মো. আবদুল্লাহ সিকদার। এসময় এপেক্স ক্লাব অফ কক্সবাজার এর প্রতিষ্ঠাতা এডভোকেট আয়াছুর রহমান, সাবেক জেলা গভর্ণর এডভোকেট রমিজ আহমদ, বিশিষ্ট সাংবাদিক শামসুল হক শারেক, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুফিদুর রহমান, এপেক্স ক্লাব অফ কক্সবাজার এর সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সাবেক সভাপতি একেএম নোমান আব্বাসী, খুনিয়াপালং আওয়ামীলীগ সভাপতি আবদুল গফুর, যুবনেতা সালাহ উদ্দিন, সমাজসেবক মাহমুদুল হক কোম্পানী উপস্থিত ছিলেন।