রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলা ফতেখাঁরকুল ইউনিয়নের মেংরংলোয়া গ্রামের বাসিন্দা মৃত সুরেশ বড়ুয়ার সহধর্মিনী সমাজ সেবিকা সুজাতা বড়ুয়া পরলোক গমন করেছেন।
রোববার ১৫ মে সন্ধ্যা সাতটায় নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি র্দীঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে,তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
পরলোকগত সুজাতা বড়ুয়া কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের স্টাফ সুষেন বড়ুয়া,রামু ডিগ্রী কলেজের কর্মচারী সনজু বড়ুয়া এবং চট্টগ্রাম এক্সপোর্ট লিমিটেডের সহকারী পরিচালক ও রামু প্রজন্ম’ ৯৫ এর সদস্য রনজিত বড়ুয়ার মাতা।
সোমবার পরলোকগত সুজাতা বড়ুয়ার নিজ বাড়িতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় শ্মশান প্রাঙ্গনে তাকে দাহ করা হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহা সভার প্রাক্তন সভাপতি রামু সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের।
প্রজন্ম’৯৫ এর শোক:
এদিকে রামুর প্রতিনিধিত্বশীল সংগঠন প্রজন্ম’ ৯৫ এর সদস্য রনজিত বড়ুয়ার মাতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন প্রজন্ম’৯৫ সভাপতি ফয়সাল ওবাইদ রুমেল,সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোর্শেদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
.