ক্রীড়া ডেস্কঃ
কক্সবাজারে মঙ্গলবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে ফিলিপাইনকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে তাজিকিস্তান। আজ বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ফিলিস্তিন। ওই ম্যাচের জয়ী দল তাজিকিস্তানের বিপক্ষে ফাইনাল জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে।
কক্সবাজারের মাঠ বৃষ্টি ভেজা এবং কর্দমাক্ত ছিল। আবহাওয়া কিছুটা ঠান্ডা ছিল। কিন্তু স্বাভাবিক ফুটবলের প্রদর্শনীতে অসুবিধায় পড়তে হয় দু’দলকে। তবে সেই সমস্যা কাটিয়ে প্রথমার্ধে এবং ম্যাচের শেষ সময়ে গোল করে ফাইনালে উঠে যায় তাজিকিস্তান। তবে ফিলিপাইন চোখে পড়ার মতো আক্রমণ শেনেছে পুরো ম্যাচে। কেবল গোল করে ম্যাচের রোমাঞ্চ বাড়াতে পারেনি।
ম্যাচের ৩২ মিনিটের মাথায় ফিলিপাইনের জালে প্রথম গোল করে এগিয়ে যায় কাজিকিস্তান। এরপর আক্রমণে ধার বাড়ায় ফিলিপাইন। গোল শোধ দেওয়ার চেষ্টা চালিয়ে যায় শেষ সময় পর্যন্ত। একই সঙ্গে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত কাজিকিস্তানকে আর ব্যবধান বাড়াতে দেয়নি ফিলিপাইন। কিন্তু ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে গোল করতে আরও মরিয়া হয়ে পড়ে ফিলিপাইন। তারই খেসারত দিয়ে হয় ম্যাচের ৯৬ মিনিটে। দুই গোল খেয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের।
আজ বুধবার কক্সবাজারের একই মাঠে অন্য সেমিফাইনালে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠে ফাইনালে যাওয়ার লড়াইয়ে জামাল ভূঁইয়াদের হারাতে হবে ফিলিস্তিনকে। কক্সবাজার এবারই প্রথম আন্তর্জাতিক ফুটবলের স্বাদ নিচ্ছে। সেখানে যদি বাংলাদেশ শক্তিশালী ফিলিস্তিনকে হারিয়ে ফাইনালে যেতে পারে তবে তা জেমি ডের দলের জন্য হবে বড় এক পাওয়া। ঘরের মাঠে এর আগে সাফ ফুটবলে প্রথম রাউন্ডে বিদায় নেওয়া দলের জন্য হবে উজ্জীবিত হওয়ার বার্তা।