সোয়েব সাঈদ, রামুঃ
কক্সবাজারের রামুতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহত হেদায়েত উল্লাহ রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মাদ্রাসা গেইট সংলগ্ন পূর্বপাড়া এলাকার মৃত মাওলানা সিরাজ উল্লাহর ছেলে। বৃহষ্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন, সন্ধ্যায় হেদায়েত উল্লাহ বাড়িতে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ঠ হন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে মূমূর্ষু অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত বলে জানান।
চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স আরো জানান, ২ সপ্তাহ আগে হেদায়াত উল্লাহর বাবা কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সিরাজ উল্লাহ মারা যান। এ মৃত্যু শোক কাটিয়ে না উঠতে আকষ্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ঠে ছেলে হেদায়েত উল্লাহর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।